সিসিলিতে মুখোমুখি তুরস্ক, যুক্তরাজ্য ও ইতালির প্রতিরক্ষামন্ত্রীরা

ইতালির সিসিলি দ্বীপে শুক্রবার পরস্পরের মুখোমুখি হয়েছেন তুরস্ক, যুক্তরাজ্য ও ইতালির প্রতিরক্ষামন্ত্রীরা। অগাস্টা বন্দরে নোঙ্গর করা এইচএমএস কুইন এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ারে এ বৈঠকে অংশ নেন তিন মন্ত্রী। এ সময় প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে কথা বলেন তারা।

বৈঠকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গেরিনি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। ত্রিপাক্ষিক বৈঠক শেষে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেন হুলুসি আকর।

বৈঠক শেষে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে লিবিয়া পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।