পাঁচ ঘণ্টা বৈঠক করলেও একসঙ্গে খাবেন না পুতিন-বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল প্রতিক্ষিত বৈঠক শুরু হয়েছে। বুধবার জেনেভায় শুরু হওয়া এই বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা চলতে পারে। দীর্ঘ এই বৈঠকে দুই নেতা উপদেষ্টাদের নিয়ে উপস্থিত থাকলেও একসঙ্গে খাওয়ার কোনও কর্মসূচি তাদের নেই। আলাদা সংবাদ সম্মেলন করলেও যৌথভাবে সাংবাদিকদের সামনে হাজির হবেন না পুতিন ও বাইডেন।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভার ১৮ শতকের গ্র্যান্ড ভিলায় বৈঠক শুরু করেছেন দুই নেতা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সাইবার হ্যাকিং এবং নির্বাচনে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তাদের। তবে শীতল সম্পর্কের নজির রেখে দুই নেতার বৈঠকের সূচিতে রাখা হয়নি একসঙ্গে খাবারের কোনও কর্মসূচি।

বাইডেন জেনেভার উদ্দেশে রওনা দেওয়ার পর এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, ‘কোনও খাবার বিরতি নেই।’

নিজেদের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টাদের নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন বাইডেন ও পুতিন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাবরভ রয়েছেন। এছাড়া নিজ নিজ অনুবাদকেরাও তাদের সঙ্গে রয়েছেন।

ওই বৈঠকের নিরাপত্তায় রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।