মাকে হত্যা করে মাংস খাওয়ায় ছেলের ১৫ বছরের সাজা

স্পেনে নিজের মাকে হত্যার পর শরীরের মাংস খাওয়ার অপরাধে সন্তানকে ১৫ বছরের সাজা দিয়েছেন আদালত। বুধবার (১৬ জুন) ২৮ বছর বয়সী আলবার্তো সানচেজ গোমেজের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।

পুলিশ বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম মাদ্রিদে ৬০ বছর বয়সী ম্যারিয়া সোলডেড গোমেজের সন্ধান না পেয়ে নিরাপত্তা বাহিনীকে খবর দেন এক ব্যক্তি। এরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরে বাসায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তার মায়ের শরীরের বিভিন্ন অঙ্গ খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় গোমেজ আটক করা হয়।
আদালতে গোমেজ জানান, মাকে হত্যার সময় সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো।

তবে তার যুক্তি খারিজ করে দোষী সাব্যস্ত করেন আদালত। ২৮ বছর বয়সী আলবার্তো সানচেজ গোমেজকে ১৫ বছর কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে তিনি তার ভাইকে দেবেন ৬০ হাজার ইউরো।