বেলজিয়ামে স্কুল ধসে ৫ শ্রমিক নিহত

বেলজিয়ামের একটি স্কুলের একপাশ ধসে ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার অ্যান্তওয়ার্প শহরে এ দুর্ঘটনায় আহত হন আরও ৯ জন।

ব্রাসেলস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক সেপ্টেম্বর প্রাইমারি স্কুলটিতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কাজ চলছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ বুঝিয়ে দেওয়ার কথা শ্রমিকদের। কিন্তু হঠাৎ করেই ভবনের একটি পাশ ধসে পড়ে। চাপা পড়ে প্রাণ হারান পাঁচ জন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে দমকলবাহিনী। আহতদের বের করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে বেলজিয়ামের দমকল বিভাগ। ধ্বংস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা, সেজন্য কুকুর ও ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নিহতদের মধ্যে একজন পর্তুগাল অন্যজন রোমানিয়ার নাগরিক। বেলগা বার্তাসংস্থা জানিয়েছে, নিহতরা ডেমকো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব কন্ট্রাক্টর ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফ্রেদেরিক বিজনেনস বলেন, ‘খবর পাওয়া মাত্রই জরুরি বিভাগ উদ্ধার কাজে যোগ দেয়। কী কারণে দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে’।

ঘটনাস্থলে পরিদর্শনে যান বেলজিয়ামের রাজা ফিলিপ। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডি ক্রো।