আবারও ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা ৮৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে। তবে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ জুলাই) ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন। এটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুওয়ারা থেকে যাত্রা করেছিল।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরুতে প্রায় ১৯ হজার ৮০০ জন অভিবাসী দেশটিতে পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজর ৭০০ জনের বেশি।

উল্লেখ্য, সম্প্রতি তিউনিশিয়া ও লিবিয়া থেকে ইতালি অভিমুখে যাত্রার সময় তিউনিশিয়ার উপকূলে বেশ কয়েকটি অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

ইউরোপগামী অভিবাসীরা বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে প্রায়ই লিবিয়া থেকে নৌকা ও জাহাজে রওনা দেয়। ২০১৪ সাল হতে এখন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছানোর চেষ্টায় সাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত এই পথে অন্তত ৮৬৬ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। মার্চে মৃত্যু হয় ৩৯ জনের। গত বছর জুনে নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল অন্তত ৬০ জনের।