ঈদ বার্তায় এরদোয়ানের ‘ঘুমিয়ে পড়া’র ভিডিও ভাইরাল

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের পক্ষ থেকে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই ভাইরাল হওয়ার পেছনে ঈদ বার্তার বক্তব্যের তেমন কোনও অবদান নেই। নেটিজেনদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে, শুভেচ্ছা বার্তার বক্তব্য দেওয়ার মাঝখানেই এরদোয়ানের ঝিমুনি।

টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শুভেচ্ছা বার্তা বক্তব্য দেওয়ার মাঝখানে কয়েক সেকেন্ড থেমে যান এবং তার চোখ বুজে যায়। পরে আবার দলের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানানো অব্যাহত রাখেন।

অনেকেই বলছেন, এরদোয়ানের এই ভিডিওটি লাইভ প্রচার হয়নি। পূর্ব রেকর্ডকৃত বক্তব্য। তাহলে কোনও সম্পাদনার পরও এরদোয়ানের ঝিমুনির অংশটুকু কীভাবে শুভেচ্ছা বার্তায় রয়ে গেলো।