তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে জার্মানি

সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলে এবং শরিয়া আইন চালু করলে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং বড় বড় শহর ও গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ইতোমধ্যে দেশটিতে প্রত্যর্পণ বন্ধ করে দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম জেডডিএফ-কে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এসব তথ্য জানান।

হেইকো মাস বলেন, ‘আমরা প্রতিবছর তাদের ৪৩ কোটি ইউরো দেই, কিন্তু যদি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় আর শরিয়া আইন চালু করে, তাহলে আর একটা সেন্টও দেবো না।’ গত এপ্রিলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে আফগানিস্তানে কোনও আর্থিক সাহায্য পাঠানোর বিষয়টি সেখানে গণতান্ত্রিক মান বজায় রাখার শর্তের ওপর নির্ভর করবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তালেবানও জানে কয়েক দশক ধরে যুদ্ধ কবলিত দেশটি ব্যাপকভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভর করে। এই আন্তর্জাতিক দান নিশ্চয়ই চলবে না যদি তালেবান দেশটিতে প্রতিষ্ঠিত সব ধরনের অধিকার ও গণতান্ত্রিক মান বাতিল করে দেয়।’

গত বছর শীর্ষ দাতা দেশ জার্মানি ২০২১ সালে আফগানিস্তানকে ৪৩ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর ২০২৪ সাল পর্যন্ত এই সহায়তা চলবে বলেও ইঙ্গিত দেয় তারা। একই সঙ্গে তারা ২০ বছরের যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেয়।