এক বজ্রপাতেই!

কদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর খবরে বিস্মিত হয়েছিলেন অনেকে। এবার জর্জিয়ায় দেখা গেলো একটি মাত্র বজ্রপাত কতটা ভয়ানক হতে পারে। দক্ষিণ জর্জিয়ার একটি পাহাড়ে এক বজ্রপাতে মারা গেছে কমপক্ষে পাঁচ শ’টি ভেড়া।

ঘটনা ‍দুই সপ্তাহ আগের হলেও জর্জিয়ার গণমাধ্যমে সম্প্রতি এসেছে এ খবর। ঘটনার কিছু সময় পর ভেড়াগুলোর মালিক নিকোলাই লেভানবের কাছে ফোন করেন তারই কর্মচারী। বজ্রপাতের পর জ্ঞান হারালেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। নিকোলাইকে তিনি জানান, বজ্রপাতে শ’ খানেক ভেড়া মারা গেছে। পরে গুনে দেখা যায় সংখ্যাটা পাঁচ শ’র কাছাকাছি। নিকোলাইসহ আরও অনেকেই শুনেছিলেন বাজ পড়ার শব্দ। একবারের বজ্রপাতেই যে এতগুলো ভেড়া মারা যেতে পারে সেটা বিশ্বাসই হচ্ছে না কারও। তবে বজ্রপাত যে একবারই হয়েছিল তাতে সন্দেহ নেই। কারণ কানকে তো আর অবিশ্বাস করা যায় না।

পাহাড়ের চূড়ান্ত ঘাস খেতে আসা শত শত ভেড়ার মরদেহের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে জর্জিয়ার টিভি জেনিউজ।