ইউরোপে আফগান শরণার্থী ঢল থামানোর আহ্বান গ্রিসের

ইউরোপে নতুন করে শরণার্থী ঢল থামাতে আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।

গ্রিক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের কাছের দেশগুলোকে সহায়তা করা ইউরোপীয়ান ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ, এটা নিশ্চিত করার জন্য যে, আমরা ইউরোপে নতুন করে ঢল চাই না।’

ইউরোপীয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রবার্টা মেতসোলাকে গ্রিক প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ অতীতের গণ অভিবাসন থামানোর ব্যবস্থা করেছে আর এবারও একই নীতিতে তাই করবে।

গ্রিক সরকারের মুখপাত্র ইয়ান্নিস ওইকোনোমু জানিয়েছেন, অভিবাসন ও শরণার্থী ইস্যুতে যে কোনও সম্ভাব্য তীব্রতা বৃদ্ধিকে হালকাভাবে নেবে না গ্রিস।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে শরণার্থী ঢল আসা ঠেকাতে তুরস্ক সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় বেড়া ও নজরদারি ব্যবস্থা বসিয়েছে গ্রিস।

সূত্র: বিবিসি