জার্মানিতে পিৎজা ডেলিভারি করছেন সাবেক আফগান মন্ত্রী

আফগানিস্তানের সাবেক এক মন্ত্রী জার্মানিতে পিৎজা ডেলিভারির কাজ করছেন। ডেলিভারি কাজে নিয়োজিত সৈয়দ আহমাদ শাহ সাদাতের কয়েকটি ছবি টুইট করেছে আল জাজিরা আরবি। তিনি আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বছরের ডিসেম্বরে আফগানিস্তান ছেড়ে যান সৈয়দ আহমাদ সাদাত। বর্তমানে তিনি জার্মানির লেইপজিগ শহরে বসবাস করছেন। ২০১৮ সালে আশরাফ গণির মন্ত্রিসভায় যোগ দেন সাদাত। কিন্তু তার সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেন। পরে আফগানিস্তান ছেড়ে জার্মানিতে আশ্রয় নেন।

সৈয়দ আহমাদ সাদাত ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের কাছে স্বীকার করেছেন, আল জাজিরা আরবির টুইট করা ছবিগুলো তারই। তিনি জানিয়েছেন, টাকা ফুরিয়ে যাওয়ার পর তিনি জার্মান কোম্পানি লিভরানদোর হয়ে খাবার সরবরাহের কাজ করছেন।

সাদাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কমিউনিকেশনস এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে তার দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি সৌদি আরবসহ ১৩টি দেশের ২০টিরও বেশি সংস্থায় কাজ করেছেন।