মাত্র এক জন বিক্ষোভকারী, তাও ভাঙলো পুলিশ

নিউ জিল্যান্ডের সেন্ট্রাল অকল্যান্ডে এক ব্যক্তির লকডাউনবিরোধী বিক্ষোভ তুলে দিয়েছে পুলিশ। আরও মানুষ সমবেত হতে অনলাইনে চলা আলোচনার বিষয়ে পুলিশকে সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

নিউ জিল্যান্ড পুলিশের তরফে বলা হয়েছে, বিক্ষোভের পরিকল্পনার কথা জানতে পেরে শুক্রবার কুইন স্ট্রিটে কর্মকর্তারা জড়ো হয়। তবে সেখানে কেবল এক ব্যক্তি বিক্ষোভের উদ্দেশে জড়ো হয়েছিলেন।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই বিক্ষোভকারীর সঙ্গে কর্মকর্তারা কথা বলে তাকে চতুর্থ মাত্রার নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহী করা হলে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নিউ জিল্যান্ড জুড়ে লকডাউন চলছে। গত সপ্তাহে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ার পর চতুর্থ মাত্রার বিধিনিষেধ আরোপ করা হয়। দেশটিতে বর্তমানে ৩৪৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।