ফাইজার ভ্যাকসিন নিয়ে নারীর মৃত্যু

ফাইজার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণের পর মারা গেছেন নিউ জিল্যান্ডের এক নারী। এই টিকা সংশ্লিষ্ট মৃত্যুর খবর এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে। ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী একটি স্বাধীন বোর্ড জানিয়েছে ওই নারী সম্ভবত মিয়োকার্ডিটিস-এ (হৃদযন্ত্রের পেশী ফুলে যাওয়া) মারা গেছেন। বোর্ডটি আরও জানিয়েছে, টিকা গ্রহণের পর আরও কোনও মেডিক্যাল ইস্যুও তার মৃত্যুতে ভূমিকা রাখতে পারে।

ইউরোপীয়ান নিয়ন্ত্রক সংস্থা বলছে, মিয়োকার্ডিটিস খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। আর ভ্যাকসিনে যে সুবিধা তার তুলনায় ঝুঁকি খুবই সামান্য। এখন পর্যন্ত ওই নারীর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নির্ধারণ করা যায়নি।

তবে ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী স্বাধীন বোর্ডটি জানিয়েছে মিয়োকার্ডিটিস সম্ভবত টিকা গ্রহণের জন্যই হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউ জিল্যান্ডে এটাই প্রথম ঘটনা যেখানে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কয়েক দিনের মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া বিরুপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণকারী কেন্দ্র সম্প্রতি টিকা নেওয়া আরও কয়েক জনের মৃত্যুর খবর জেনেছে, তবে সেগুলোর কোনওটির সঙ্গেই টিকার সম্পর্ক নেই।’

ওই নারীর মৃত্যুর ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা এই বিষয়ে আর কোনও বিস্তারিত কিছু জানাননি। জানানো হয়নি ওই নারীর বয়সও।

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, ফাইজার ও মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে মিয়োকার্ডিটিস খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। এর এই পার্শ্বপ্রতিক্রিয়া তরুণদের ক্ষেত্রেই বেশি দেখা গেছে।