‘আফগান শরণার্থীদের ইউরোপে জায়গা নেই’

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস বলেছেন, আফগান শরণার্থীদের ইউরোপে কোনও জায়গা নেই। ইউরোপে আশ্রয় দেওয়ার পরিবর্তে স্বদেশে থাকার জন্য তাদের সহায়তা করা উচিত মনে করেন তিনি। সম্প্রতি ইউরোপে আফগান শরণার্থীদের চাপ বেড়ে যাওয়ায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বাবিস।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক আফগান শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। ইউরোপে শরণার্থী বাড়তে থাকা নিয়ে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বাবিস-এর।

বৈঠকে তারা একমত হয়েছেন যে, ইউরোপে ২০১৫ সালের অভিবাসন সংকটের পুনরাবৃত্তি যেকোনও মূল্যে ঠেকাতে হবে। সেসময় কয়েক লাখ অভিবাসী আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

বৈঠকে আফগান শরণার্থীদের নিজ দেশে রাখাকেই সমাধান মনে করেন চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বাবিস। এদিকে, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের সহায়তায় ১৮ মিলিয়ন ইউরো দেবে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সাবেস্তিয়ান কার্জ।

আফগাস্তিানের চলমান সংকটে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ আফগান নাগরিক।