উচ্চতা কমছে বিশ্বের সবচেয়ে লম্বা জাতির

বিশ্বের সবচেয়ে লম্বা জাতির দেশ নেদারল্যান্ডস। কিন্তু গত কয়েক দশকে ডাচদের উচ্চতা কমছে। গবেষকরা বলছেন, ১৯৮০ সালে জন্ম নেওয়া ডাচদের চেয়ে ২০০১ সালে জন্ম নেওয়া ডাচরা গড়ে ১ সেন্টিমিটার খাটো হচ্ছে। একই সময়ে মেয়েদের ক্ষেত্রে ১.৪ সেন্টিমিটার কম। এই গবেষণার জন্য নেদারল্যান্ডসের ১৯ থেকে ৬০ বছর বয়সী ৭ লাখ ১৯ হাজার ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়।

নেদারল্যান্ডসের পরিসংখ্যান দফতরের তথ্যমতে, নাগরিকদের গড় উচ্চতা গত শতাব্দীতে পর্যায়ক্রমে বাড়লেও ১৯৮০ সালের দিকে তা বন্ধ হয়ে যায়। মূলত ২০০০ হাজার সালের পর থেকে ডাচদের গড় উচ্চতা কমতে শুরু করে।

উচ্চতা কমার পেছনে অভিবাসন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে দায়ী করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেও এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইম্পেরিয়াল কলেজের গ্লোবাল এনভায়রনমেন্ট হেলথের প্রধান অধ্যাপক মাজিদ বলেছেন, ডাচদের উচ্চতা সত্যিই কমছে কিনা, তা নিশ্চিত হতে আরও কয়েক বছর লেগে যাবে। তিনি বলেন, সত্যই যদি ডাচরা খাটো হতে থাকে, তাহলে এর প্রধান কারণ পুষ্টি

তবে উচ্চতা কমার বিষয়টি সামনে এলেও এখন পর্যন্ত বিশ্বের উঁচু জাতির তালিকায় ডাচদের নামই রয়েছে।