চীনা ফোন ফেলে দিন: লিথুনিয়া

লিথুনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভোক্তাদের উচিত চীনা ফোন ফেলে দেওয়া আর নতুন ফোন কেনা বাদ দেওয়া উচিত। লিথুনিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার চীনা উৎপাদকদের ৫জি মোবাইল পরীক্ষা করে দেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি শাওমি ফোনে বিল্ট-ইন সেন্সরশিপ উপকরণ রয়েছে এছাড়া  হুয়াওয়ের আরেক মডেলের ফোনে নিরাপত্তা ত্রুটি রয়েছে।

তবে হুয়াওয়ে বলছে, কোনও ব্যবহারকারীর তথ্য বাইরে পাচার হয় না আর শাওমি বলেছে তারা যোগাযোগ সেন্সর করে না।

লিথুনিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী মারগিরিস আবুকেভিসাস বলেন, ‘আমাদের সুপারিশ হলো নতুন চীনা ফোন কেনা যাবে না, আর যারা ইতোমধ্যে কিনে ফেলেছেন তা যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিন।’

লিথুনিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, শাওমির বিখ্যাত এমআই টেন টি ৫জি ফোনে এমন সফটওয়ার রয়েছে যা ‘ফ্রি তিব্বত’, ‘তাইওয়ান দীর্ঘজীবী হোক’ কিংবা ‘গণতান্ত্রিক আন্দোলন’ এসব টার্ম শনাক্ত এবং সেন্সর করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে শাওমি ফোন ৪৪৯ ধরণের টার্ম শনাক্ত এবং সেন্সর করতে পারে। ইউরোপে এই সক্ষমতা বন্ধ করে রাখা হয়েছে। তবে রিপোর্টে বলা হয়েছে, যে কোনও সময়ে দূর থেকে তা সক্রিয় করা যেতে পারে।