জার্মানিতে জোট সরকার গড়তে চান ওলাফ শলৎস

জার্মানির জাতীয় নির্বাচনে নিজ দলকে বিজয়ী দাবি করেছেন বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)র প্রার্থী ওলাফ শলৎস। ম্যার্কেলের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)'র আর ক্ষমতায় থাকা উচিত হবে না মনে করছেন চ্যান্সেলর পদপ্রার্থী শলৎস। নির্বাচনে এগিয়ে থেকে সোমবার তিনি বলেন, ‘সবুজ এবং লিবারেল পার্টির সঙ্গে জোট গঠনের সময় এসেছে’।

যদিও ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের নেতা আরমিন লাশেট এখনও পরাজয় মেনে না নেওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া জটিল হতে পারে। সমর্থনে বিশাল ঘাটতি সত্ত্বেও অ্যাঙ্গেলার সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট এখনই সরকার গড়ার আশা ছাড়ছেন না। লাশেট মনে করেন, বেশি ভোট পেয়ে এগিয়ে থাকলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অংকের হিসাব। 

এদিকে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), ক্রিশ্চিয়ান গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৫ শতাংশ) ও অন্যান্য (৮.৭ শতাংশ) ভোট পেয়েছে।

একটি জোট সরকার গঠনের চাবিকাঠি রয়েছে গ্রিন পার্টি এবং এফডিপি’র হাতে। দুটি দলের কেউই আলাদা করে ভালো ফল ঘরে না তুলতে পারলেও তাদের দুই দলের ভোট একসঙ্গে করলে জোট সরকার গঠনে চমক হতে পারে। জোট সরকার গঠন জার্মানিতে বর্তমানে একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ, সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। যাই হোক না দীর্ঘ ১৬ বছর পর নতুন কোনও সরকার পেতে যাচ্ছে জার্মানরা।

এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর জার্মানিতে ক্ষমতা হারাতে যাচ্ছে আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)।