গড় আয়ু কমিয়েছে করোনা মহামারি: জরিপ

নতুন এক গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারিতে পশ্চিম ইউরোপে সবচেয়ে বেশি পরিমাণ গড় আয়ু কমেছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলি থেকে শুরু করে ৩৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গত বছর গড় আয়ু কমার পরিমাণ শনাক্ত করেছে।

সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে যুক্তরাষ্ট্রের পুরুষদের। ২০১৯ সালের তুলনায় গত বছর তাদের গড় আয়ু কমেছে ২.২ বছর। এরপরে রয়েছে লিথুনিয়ার পুরুষেরা। তাদের কমেছে ১.৭ বছর।

অক্সফোর্ডের লেবারহাম সেন্টার ফর ডেমোগ্রাফিক সাইন্সের বিজ্ঞানীদের পরিচালিত গবেষণায় দেখা গেছে, মধ্য ও পূর্ব ইউরোপে গড় আয়ু কমার পরিমাণ কম।

গবেষণাটির সহ লেখক ড. জোসে আবুরতো বলেন, স্পেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইতালি, বেলজিয়ামের মতো পশ্চিম ইউরোপের দেশগেুলোতে এর আগে সবচেয়ে বেশি গড় আয়ু কমার ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিলোজিতে প্রকাশ হয়েছে। ড. জোসে আবুরতো বলেন, গবেষণার আওতায় থাকা ২২টি দেশে গড় আয়ু বেশি কমেছে ২০২০ সালের প্রথম ছয় মাসে। তিনি বলেন, আটটি দেশের নারী এবং ১১টি দেশের পুরুষদের আয়ু এক বছরের বেশি কমেছে।