ন্যাটোর জন্য ক্ষতিকর জোট নিয়ে তুরস্কের হুঁশিয়ারি

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ন্যাটো বহির্ভূত জোট গঠনের বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছেন। গত মাসে গ্রিস ও ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘটনায় তিনি এই প্রতিক্রিয়া জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সেপ্টেম্বরে ৩০০ কোটি ইউরোর একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ন্যাটো মিত্র গ্রিস ও ফ্রান্স। এই চুক্তির আওতায় গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি ফ্রিগেট কিনবে।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকন মিতসোতাকিস এই মাসে বলেছেন, এই চুক্তির ফলে দুই দেশে বাইরের হুমকি আসলে একে অপরের সহযোগিতায় পাশে দাঁড়াবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই সপ্তাহে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে সাংবাদিকদের বলেন, ন্যাটোতে অন্তর্ভুক্ত থাকায় আমাদের সবার মনে রাখা উচিত এর বাইরে মিত্র খোঁজার কারণে জোট ও দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আস্থা নাড়িয়ে দিতে পারে।

সমুদ্রসীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। তবে গ্রিসের সঙ্গে গঠনমূলক আলোচনার কথা জানিয়েছেন তুর্কি মন্ত্রী।

হুলুসি আকার বলেন, গ্রিসের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ইতিবাটক, গঠনমূলক আলোচনা হয়েছে। আগামী দিনগুলোতে এই আলোচনার ইতিবাচক ফল দেখতে পাব।