বেলারুশের আকাশে রুশ যুদ্ধবিমানের টহল

অভিবাসী নিয়ে পোল্যান্ড সীমান্তে বিরোধের মধ্যেই বেলারুশে দুটি যুদ্ধবিমান টহলে পাঠিয়েছে রাশিয়া। বেলারুশের প্রতি মস্কোর সমর্থনের অংশ হিসেবে বৃহস্পতিবার বোমারু বিমান দুটি পাঠানো হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, রুজহানস্কি ফায়ারিং রেঞ্জে দুটি রুশ টিইউ-১৬০ বোমারু বোমাবর্ষণের অনুশীলন করেছে। যৌথ প্রশিক্ষণের অংশ হিসেবে বেলারুশের যুদ্ধবিমান সেগুলোকে বাধা দেয়।

মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার বেলারুশের আকাশে রুশ যুদ্ধবিমান দেখা গেলো। বুধবার রুশ টিইউ-২২এম৩ দীর্ঘ পাল্লার বোমারুও একই ধরনের টহলে অংশ নেয়।

অভিবাসী ইস্যু নিয়ে পোল্যান্ড-বেলারুশ বিরোধে বেলারুশের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে রাশিয়া। এই সপ্তাহে কয়েক হাজার অভিবাসী সীমান্তের বেলারুশ অংশে জড়ো হয়েছে। তারা পশ্চিম ইউরোপে প্রবেশের আশায় পোল্যান্ড ঢুকতে চাইছে।

ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে উৎসাহ দিচ্ছেন। বেলারুশ এই অভিযোগ করে বলেছে, তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটকানোর চেষ্টা করবে না।