বেলারুশকে সতর্ক করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, বেলারুশ যদি ইউরোপের গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে তাহলে তা হবে রাশিয়ার সঙ্গে চুক্তির বরখেলাপ। রুশ টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সীমান্তে অবস্থান নেওয়া অভিবাসীদের নিয়ে সম্প্রতি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত পোল্যান্ডের মধ্যে উত্তেজনা বেড়েছে। এখন তা এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সীমান্ত সংকটে বেলারুশকে দায়ী করে নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পাল্টা হুমকি দিয়েছে মিনস্ক।

সাক্ষাৎকারে পুতিন বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হয়ত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই হুমকি দিয়েছেন।

শনিবার রসিয়া টেলিভিশনকে পুতিন জানান, তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে দুবার কথা বলেছেন। এসব আলাপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকির কোনও ইঙ্গিত ছিল না।

পুতিন বলেন, তাত্ত্বিকভাবে অবশ্যই ট্রানজিট দেশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কো ইউরোপে আমাদের সরবরাহ বন্ধের আদেশ দিতে পারেন। কিন্তু এর অর্থ হবে আমাদের গ্যাস ট্রানজিট চুক্তিবিরোধী। আমি আশা করি এমনটি ঘটবে না।

পুতিন আরও বলেন, এতে ভালো কিছু নেই। আমি অবশ্যই তার সঙ্গে এই বিষয়ে কথা বলব। হয়ত পরিস্থিতির উত্তেজনায় তিনি এমনটি বলেছেন।