পোল্যান্ড সীমান্ত থেকে অভিবাসী ও শরণার্থীদের সরিয়ে নিয়েছে বেলারুশ

পোল্যান্ড সীমান্তের মূল শিবির থেকে অভিবাসী ও শরণার্থীদের সরিয়ে নিয়েছে বেলারুশ। দেশটির সংবাদমাধ্যম ও কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এর ফলে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা সংকট নিরসন হবে বলে মনে করা হচ্ছে।

গ্রীষ্মের শুরু থেকে হাজার হাজার শরণার্থী ও অভিবাসী বেলারুশের পোলিশ সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে আসা মানুষদের প্রবেশ করতে দিয়ে বেলারুশ ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করেছে। আর তাদের পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্ত দিয়ে ইউরোপে ঠেলে দিচ্ছে। তবে মিনস্ক এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আশ্রয়প্রার্থী অনেককেই একটি গরম ওয়ারহাউসে সরিয়ে নেওয়া হয়েছে। খালি দেওয়া হয়েছে অস্থায়ী তাঁবু।

পোলিশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম বেলারুশ সীমান্তের শিবিরগুলো বৃহস্পতিবার সম্পূর্ণ খালি হয়ে পড়ে। তিনি বলেন, ‘এসব শিবির এখন খালি, অভিবাসীদের ট্রান্সপোর্ট-লজিস্টিকস কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রটি ব্রুজগি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়।’

ব্যাপক কূটনৈতিক তোড়জোড়ের পর এই পদক্ষেপ নিয়েছে বেলারুশ। এই সপ্তাহের শুরুতে দুই বার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে আলাপ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোকে টেলিফোন করে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরুর তাগিদ দেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোও এই সংকট নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেন।