আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা তুরস্ক ও ইতালির

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে তুরস্ক ও ইতালি। মঙ্গলবার লাটভিয়ার রাজধানী রিগায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়োর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আফগানিস্তান ছাড়াও লিবিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রিগায় ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। ওই সম্মেলন শুরুর আগে টুইটারে দেওয়া এক পোস্টে দ্বিপাক্ষিক এই বৈঠক নিয়ে কথা বলেন মেভলুত কাভুসোগলু। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এবং আঞ্চলিক সমস্যাগুলো বিশেষ করে লিবিয়া ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’

ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউক্রেন সীমান্তের কাছে মস্কোর সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আফগানিস্তান, ইউক্রেন এবং জর্জিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হবে বলে প্রতীয়মান হচ্ছে।