সমস্যা বাম পায়ে, চিকিৎসক কাটলেন ডান পা

অপারেশনে বয়স্ক রোগীর বাম পায়ের পরিবর্তে ভুলে ডান পা কেটে বসলেন চিকিৎসক। আর ঘটনার দুই দিন পর বিষয়টি জানাজানি হয়। এমন কাণ্ড ঘটেছে অস্ট্রিয়ায়।

চলতি বছরের মে মাসে অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে বাম পা অপসারণের জন্য চিকিৎসকের কাছে যান ওই বৃদ্ধ। কিন্তু অপারেশনের সময় চিকিৎসকেরা তার বাম পায়ের পরিবর্ততে ডান পা কেটে ফেলেন। ব্যান্ডেজ পরিবর্তনের সময় এই ঘটনা ধরা পড়ে। তখন চিকিৎসক জানান তার আরেকটি পাও কেটে ফেলতে হবে।

এমন ঘটনায় সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ দুর্ভাগজনক ঘটনা আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। আদালতে সার্জন জানান, অপারেশন থিয়েটারে চেইন অব কমান্ডের ত্রুটি ছিল।

রোগীর দায়িত্বে অবহেলায় দোষী ঘোষণা করে জরিমানা করেছেন লিঞ্জের আদালত। আদালত ২ হাজার ৭০০ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৬২ হাজার ৪১৬ টাকা) জরিমানা করেন।

ভুল চিকিৎসার শিকার সেই বয়স্ক রোগী মামলা করার পর মারা গেছেন। বুধবার তার বিধবা স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাকে ৫ হাজার ইউরো ক্ষতিপূরণও দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।