X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গাজার উত্তরাঞ্চলের হাড়ের শেষ শল্যচিকিৎসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ অস্থিবিষয়ক শল্যচিকিৎসক (অর্থোপেডিক সার্জন) হিসেবে পরিচিত ড. সাঈদ জুদেহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতালের সার্জন ড. জুদেহ, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কর্মস্থলে যাওয়ার সময় নিহত হন বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া বলেন, আল-আওদা হাসপাতালে এক রোগীর অবস্থা মূল্যায়নের জন্য যাওয়ার পথে ট্যাংকের সরাসরি গোলায় তিনি নিহত হন।

অবশ্য কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ড. জুদেহ ড্রোন হামলায় নিহত হয়েছেন।

এ ঘটনার বিষয়ে অবগত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা তদন্ত চালাচ্ছে।

প্রৌঢ় এই চিকিৎসক অবসরজীবন ছেড়ে যুদ্ধকালীন সময়ে মানুষকে সহায়তার জন্য কাজে ফিরে এসেছিলেন। গত মাসে কামাল আদওয়ান হাসপাতালের এক সংবাদ সম্মেলনে ‘আমাদের রক্ষা করুন’ (সেভ আস) লেখা একটি প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়ে ছিলেন তিনি।

ইসরায়েলি বিধিনিষেধের কারণে বিদেশি সাংবাদিকদের গাজায় অবাধ প্রবেশাধিকার নেই। তবে বিবিসির প্রতিবেদক জেরুজালেম থেকে জাতিসংঘের প্রধান ত্রাণ সংস্থার প্রতিনিধি লুইস ওয়াটারিজের সঙ্গে কথা বলেছেন।

ওয়াটারিজ বলেছেন, ড. জুদেহর মৃত্যু তার পরিবারের জন্য ভয়াবহ অভিজ্ঞতা। সেখানকার মানুষের জন্যও এটি অত্যন্ত বিপর্যয়কর। তারা এমনিই অল্পসংখ্যক চিকিৎসকের উপর নির্ভর করছেন।

তিনি গাজার মানবিক পরিস্থিতিকে মহাপ্রলয়ের সঙ্গে তুলনা করে বলেছেন, গাজার চিকিৎসাকেন্দ্রগুলোর পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। সেখানে না আছে যথাযথ স্যানিটেশন, না আছেন চিকিৎসক। আর রয়েছে চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট। রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

প্রায় দুই মাস ধরে গাজার উত্তরাঞ্চল ভয়াবহ ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণের মুখে রয়েছে। ইসরায়েলের দাবি, সেখানে সংগঠিত হওয়ার চেষ্টায় থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দী করা হয় বলে দাবি করে আসছে তেল আবিব।

এর প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজার কেন্দ্রীয় অঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক উচ্চপদস্থ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন।

গাজায় বেসামরিক নাগরিক হতাহতের দায় বরাবরই সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপিয়ে আসছে ইসরায়েল। তারা দাবি করে, গাজার বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

/এসকে/
সম্পর্কিত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
সর্বশেষ খবর
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার