ইউরোপে অর্ধেক আক্রান্তের কারণ হবে ওমিক্রন: ইসিডিসি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আগামী কয়েক মাসে ইউরোপের অর্ধেক সংক্রমণের কারণ হতে পারে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা ইসিডিসি এই আশঙ্কার কথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের ঘোষণা দেয়। এটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, আগের গুলোর চেয়ে এই ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক হতে পারে।

নতুন একটি হুমকি পর্যালোচনা প্রতিবেদনে ইসিডিসি জানিয়েছে, গাণিতিক মডেলিং পদ্ধতি পর্যালোচনায় দেখা গেছে আগামী কয়েক মাসের মোট করোনাভাইরাসে আক্রান্তের অর্ধেকের কারণ হতে পারে ওমিক্রন।

ওমিক্রন শনাক্তের পরই আফ্রিকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাজ্য ও ইউরোপের একাধিক রাষ্ট্র বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ভারত ও ফ্রান্সে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত বিশ্বের ২৬টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ফ্রান্সে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর ফরাসি সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা জ্যঁ ফ্রাঁসোয়া দেলফ্রাসি বলেন, আগামী জানুয়ারির শেষ নাগাদ করোনোর নতুন ধরন প্রভাব বিস্তার করতে পারে।