৩০ হাজার কোটি ইউরোর বিনিয়োগ পরিকল্পনা ইইউ-এর

৩০ হাজার কোটি ইউরো সমপরিমাণ বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘোষণা দেন।

২০২৭ সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ আসবে। এই কর্মসূচির আওতায় মুখ্য বিষয়গুলো হলো জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন, পরিবহন ও স্বাস্থ্য।

কার্বন মুক্তকরণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন প্রকল্প এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবাধিকার এবং মেধা সম্পদ সুরক্ষায় নেওয়া আইনের বাস্তবায়নেও গুরুত্ব দেবে ইইউ।

ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়ন দেখাতে চায় যে, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে তাদের পন্থা স্থানীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে।

ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনাকে তিনি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের একটি বিকল্প হিসেবে অভিহিত করেন।

ভন ডার লিয়েন বলেন, যে দেশগুলো চীনা বিনিয়োগের অভিজ্ঞতা লাভ করেছে, তাদের আরও উন্নত এবং ভিন্ন ধরনের প্রস্তাব প্রয়োজন। তারা জানে যে, ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচিতে স্বচ্ছতা থাকবে এবং ঋণগ্রহীতারা ফেরত দিতে পারবেন না এমন কোনও ঋণ থাকবে না। সূত্র: এনএইচকে।