নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা: পোপ ফ্রান্সিস

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস নারীদের বিরুদ্ধে সহিংসতা অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একজন নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

পোপ ফ্রান্সিস বলেন, যেহেতু মায়ের জীবন দেন এবং নারীরা বিশ্বকে ঐক্যবদ্ধ রাখেন, তাই আসুন মায়েদের ঊর্ধ্বে এবং নারীদের সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, নারীরা কত যে সহিংসতার শিকার হচ্ছেন! যথেষ্ট! একজন নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা।

এর আগে গত মাসে পোপ ফ্রান্সিস স্বামীর মারধরের শিকার এক নারীকে বলেছিলেন, যে ব্যক্তি তার সঙ্গে এমন আচরণ করেছে তা প্রায় শয়তানের কাছাকাছি।

দুই বছর আগে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার পারিবারিক সহিংসতা নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস। লকডাউনে অনেক নারী ঘরে আটকা পড়ার কারণে অনেক দেশেই নারীর প্রতি সহিংসতা বেড়েছে।