ফ্রান্সে শনাক্ত ‘ইহু’ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন নয় ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ফ্রান্সে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ইহু ভ্যারিয়েন্ট খুব হুমকি হয়ে দেখা দেয়নি। কারণ গত বছরের নভেম্বর মাসে এটি প্রথম শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র কোভিড-বিষয়ক ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহামুদ জানান, ভ্যারিয়েন্টটি আমাদের পর্যালোচনায় ছিল। ভ্যারিয়েন্টটির সংক্রমণ ছড়ানোর অনেক সুযোগ ছিল।

আল্পসের দক্ষিণাঞ্চলে ১২ জনের দেহে এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়েছিল। গত বছর একই সময়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের ঘোষণা দেওয়া হয়েছিল।

ফ্রান্সে ভ্যারিয়েন্টটি শনাক্তের পর এটির নাম দেওয়া হয়েছে ইহু। এটি শনাক্ত করেন ইহু মেডিটেরানি ইনফেকশন নামের প্রতিষ্ঠানের গবেষকরা। এই গবেষণা দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী দিদিয়ের রাউল্ট।

ইহু ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হওয়া প্রথ ব্যক্তি টিকা গ্রহণ করেছিলেন এবং সম্প্রতি ক্যামেরুন ফেরত ছিলেন। ডিসেম্বর মাসের শেষ দিকে মেডআর্কাইভ অনলাইনে জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন। প্রতিবেদনটির এখনও পিয়ার রিভিউ হয়নি।

গবেষকরা লিখেছেন, ইহু ভ্যারিয়েন্টের ভাইরোলজিক্যাল, এপিডেমিওলজিক্যাল বা ক্লিনিক্যাল বৈশিষ্ট্য পর্যালোনার জন্য মাত্র ১২টি শনাক্তের ঘটনা যথেষ্ট নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের ওপর নজর রাখে। যখন কোনও ভ্যারিয়েন্ট গুরুতর ঝুঁকি তৈরি করে তখন সেটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ শ্রেণিভুক্ত করা হয়। ইহু ভ্যারিয়েন্ট এখনও সংস্থাটির পর্যালোচনা শ্রেণিতে রয়েছে। সূত্র: ব্লুমবার্গ