রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনাসদস্যকে হত্যার অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের ডোনবাস অঞ্চলে দেশটির একজন সেনাসদস্যকে হত্যা করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার এমন অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে মঙ্গলবার আরেক বিবৃতিতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নভোতোশকিভস্কে অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে কিয়েভ।

কিয়েভের এসব দাবির ব্যাপারে মস্কোর তরফে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে রাশিয়া। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন উভয় পক্ষের কর্মকর্তারা।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কে উদ্বেগ-উত্তেজনা নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে বিশেষ করে ইউক্রেন ইস্যুতে উভয় পক্ষের বিরোধ বেড়েছে। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। এতে উভয় পক্ষের প্রতিনিধিরা তিন ঘণ্টার মতো সময় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।