ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান-এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড ধরা পড়ার পর এরইমধ্যে আইসোলেশনে গেছেন তিনি। বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

করোনাভাইরাসের তিন ডোজ ভ্যাকসিন নেওয়া অলিভিয়ের ভেরান-এর উপসর্গগুলো মৃদু বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী আইসোলেশনে থাকলেও মন্ত্রণালয়ে নিজের ব্যক্তিগত কোয়ার্টার থেকে তিনি কাজ চালিয়ে যাবেন।

উল্লেখ্য, টিকা না নিলে জীবন কঠিন করে দেবেন; এ মাসের শুরু দিকে এমন মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি লা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের হয়রানি করতে চাই, আর আমরা এটা করতে থাকবো-একেবারে শেষ পর্যন্ত।’ তবে রাজনৈতিক বিরোধীরা বলছেন, ওই সাক্ষাৎকারে ম্যাক্রোঁ যেভাবে কঠিন ভাষায় কথা বলেছেন তা একজন প্রেসিডেন্টের জন্য সঙ্গত নয়।