সুইডেনের প্রধানমন্ত্রী করোনা পজিটিভ

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনাভাইরাসে আক্রান্ত। শুক্রবার তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব বলেন, একটি দ্রুত পরীক্ষায় প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ হয়েছেন। তিনি চলমান বিধিনিষেধ মেনে চলবেন এবং বাসা থেকে কাজ চালিয়ে যাবেন।

সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় অ্যান্ডারসন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে সুইডেনে। এর ফলে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অ্যান্ডারসন। ওই সময় সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ ঘণ্টার মাথায় পদত্যাগ করেন। পার্লামেন্টে বাজেট পাস করাতে ব্যর্থ হলে এমন পদক্ষেপ নেন তিনি। একদিন পরেই আবার তিনি পুনরায় নির্বাচিত হন।