ফেব্রুয়ারি নাগাদ করোনাবিধি শিথিলের ঘোষণা ফ্রান্সের

আগামী ফেব্রুয়ারি নাগাদ করোনাবিধি শিথিলের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জিন কাস্টেক্স জানান, ফেব্রুয়ারির গোড়ার দিক থেকে বাসা থেকে কাজ করার নিয়ম শিথিল করা হবে। দুই সপ্তাহ পর ফের নাইটক্লাবগুলো খোলার অনুমতি দেওয়া হবে। কারণ দেশে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

২ ফেব্রুয়ারি থেকে বাইরে আর মাস্ক লাগবে না বলেও জানান ফরাসি প্রধানমন্ত্রী।

তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে লোকজন আবার সিনেমা হলে পপকর্ন বা অন্যান্য স্ন্যাকস খাওয়ার সুযোগ পাবেন।

স্কুলে কোভিড প্রটোকলের আওতায় বাচ্চাদের ক্লাসে মাস্ক পরতে হয়। তবে শীতের ছুটির পর এ নিয়মও শিথিল করা হতে পারে।