এক শতাব্দী পর প্যারিসের সীন নদীতে সাতার কাটার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল আটটায় নদীতে ঝাপ দেন কয়েক ডজন সাতারু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত বছর আয়োজিত প্যারিস অলিম্পিকের প্রভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক ওই প্রতিযোগিতায় সাতারু ও ট্রায়াথলেটদের অংশগ্রহণের ব্যবস্থা করতে সীন নদীর পানি বিশেষভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
নদীর তিনটি স্থানে জনসাধারণের সাতারের ব্যবস্থা করা হয়েছে। বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে একটি, নটর ড্যাম ক্যাথেড্রালের কাছে আরেকটি এবং তৃতীয় স্থানটি হলো প্যারিসের পূর্বাঞ্চলে। এসব অংশে জামা পরিবর্তন ও গোসলের সুবিধার পাশাপাশি সৈকতে আয়েশ করার আদলে আসবাবের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া, সাতারুদের নিরাপত্তার জন্য প্রতিটি স্থানে লাইফগার্ড মোতায়েন করা হয়েছে।
আগস্টের শেষ নাগাদ নির্ধারিত সময়ে ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ নদীতে নামতে পারবেন। তবে নির্ধারিত স্থানভেদে সর্বনিম্ন বয়সসীমা ১৪ বছরও হতে পারে।
চরম পানি দূষণের কারণে ১৯২৩ সালে সীন নদীতে সাতরানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্ধশতাব্দীর বেশি সময় পর, ১৯৮৮ সালে প্যারিসের ততকালীন মেয়র এবং পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যঁ শিরাক এই অবস্থা পরিবর্তনের ঘোষণা দেন। গত দুদশকের প্রচেষ্টায় নদীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ।
গত বছর অলিম্পিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীন নদী পরিচ্ছন্নতা কাজে ১৪০ কোটির বেশি মার্কিন ডলার ব্যয় করে কর্তৃপক্ষ। তবে, এরপরও পানির দূষণের মাত্রা নিয়ে সন্দিহান ছিলেন অনেকে।
নদী পরিচ্ছন্নতা কার্যক্রমের সফলতা প্রমাণ করতে গত জুলাই মাসে মাঠে নামে প্যারিস কর্তৃপক্ষ। অলিম্পিক কমিটির সদস্যদের নিয়ে সীন নদী পরিদর্শনে যান শহরের মেয়র অ্যানি হিদালগো। পানিতে নেমে তারা পানির দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার দাবি প্রতিষ্ঠিত করেন।