যুক্তরাজ্যে ওমিক্রন রোগীদের দুই তৃতীয়াংশ আগেও আক্রান্ত হয়েছিলেন

যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দুই তৃতীয়াংশ আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আরইএসিটি (রিয়েল-টাইম অ্যাসেসমেন্ট অব কমিউনিটি ট্রান্সমিশন) নামের একটি গবেষণা দল যুক্তরাজ্যজুড়ে সহস্রাধিক স্বেচ্ছাসেবকের ওপর এ গবেষণা চালিয়েছে।

বুধবার ইম্পেরিয়াল কলেজ লন্ডন কর্তৃক এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রতি তিন জন কোভিড পজিটিভ অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দুই জনের আগেও করোনা হয়েছিল।

তিন হাজার ৫৮২ জন ওমিক্রন আক্রান্তের কাছে জানতে চাওয়া হয়, তাদের আগেও করোনা হয়েছিল কিনা? উত্তরে দুই হাজার ৩১৫ জন (৬৪.৬ শতাংশ) ইতিবাচক উত্তর দেন। অর্থাৎ, তাদের আগেও করোনা হয়েছিল।