এখনও ইউক্রেন চুক্তির আশা দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সব আশা শেষ হয়ে যায়নি বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতারা। তবে পরিস্থিতি এখনও নাজুক রয়ে গেছে বলে সতর্ক করেছেন তারা। ৪০ মিনিটের ফোনালাপে জো বাইডেন ও বরিস জনসন রুশ সামরিক পদক্ষেপ আসন্ন বলে একসঙ্গে সুর তোলেন। তবে একটি চুক্তি এখনও সম্ভব বলে সম্মত হন তারা।

ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। যদিও দেশটির সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে মস্কো। সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়ার এখনও অনেক বাকি।

১২টিরও বেশি দেশ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলেছে ‘যে কোনও মুহূর্তে’ শুরু হতে পারে আকাশ থেকে বোমাবর্ষণ।

তবে নিজেদের ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টার একটি ‘গুরুত্বপূর্ণ জানালা’ এখনও খোলা রয়েছে। ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের প্রতি হুমকি দেখানো থেকে ফিরে আসার সুযোগও রাশিয়ার রয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘নেতারা জোর দিয়ে বলেছেন যে, ইউক্রেনে কোনও আগ্রাসন হলে তা রাশিয়ার জন্য দীর্ঘ মেয়াদি সংকটের কারণ হবে, আর রাশিয়া এবং পৃথিবীর জন্য সুদূর প্রসারি ক্ষতির কারণ হবে।’ বরিস জনসন বারবার বলেছেন, সহায়তার জন্য সবকিছু করতে প্রস্তুত যুক্তরাজ্য। জবাবে বাইডেন বলেছেন, ‘আপনাদের ছাড়া কোথাও যাবো না, মিত্র।’

সূত্র: বিবিসি