ইতালীয় পতাকাবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ১২

আয়োনিয়ান সাগরে বিশাল ফেরিতে অগ্নিকাণ্ডে এখনও ১২ জন নিখোঁজ রয়েছে। শনিবার ২৯০ জন যাত্রী নিয়ে গ্রিস থেকে ইতালীর দিকে ছেড়ে যাওয়া জাহাজটিতে আগুন ধরে যায়। নিখোঁজদের উদ্ধারে করফু দ্বীপ এলাকায় এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি জানিয়েছে গ্রিস কোস্টগার্ড।

ইউরোফেরি অলিম্পিয়া নামের বিশাল ফেরিতে অগ্নিকাণ্ডে ছোট ছোট নৌকায় করে আগুন নেভানোর কাজ চালানো হয়। এখন পর্যন্ত নাবিকসহ ২৭৮ জন যাত্রীকে উদ্ধার করে করফু দ্বীপে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারেনি।

নিখোঁজদের মধ্যে সবাই ট্রাক চালক। এদের মধ্যে ৯ জন বুলগেরিয়ার বাকি তিনজন গ্রিসের।

এই কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উদ্দেশে যাত্রা করা ফেরিটিতে ২৩৯ জন যাত্রী, ৫১ নাবিক ছিলেন। পাশাপাশি ১৫৩টি ট্রাক এবং ৩২টি যাত্রবাহী যানবাহন ছিল।