৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত রোমানিয়া

ইউক্রেনের পরিস্থিতি আরও সংকটের দিকে চলে গেলে, ৫ লাখ শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত আছে রোমানিয়া। রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা গভীর দিকে যাওয়ার মধ্যেই এমন কথা জানালেন রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী ভাসিলে ডিনকু বলেন, আমরা পাঁচ লাখের বেশি শরণার্থী গ্রহণ করতে পারি। এর জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও প্রস্তুত আছে। তবে এমন বড় ধরনের ধাক্কা আমরা এখনই আশা করছি না। কিন্তু কি হবে, কেউই জানে না। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে পোল্যান্ড ও হাঙ্গেরিসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোও শরণার্থী আশ্রয় দিতে প্রস্তুত আছে। 

এর আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখানেই ঘটনার শেষ নয়। পূর্ব ইউক্রেনের এসব বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে সেনা মোতায়েনেরও আদেশ দিয়েছেন তিনি। এতে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

সূত্র: রয়টার্স, দ্য হিল।