জরুরি অবস্থা জারি করলো লিথুয়ানিয়া

ন্যাটো সদস্য ও রুশ মিত্র বেলারুশের সঙ্গে সীমান্ত থাকা পূর্ব ইউরোপীয় দেশ লিথুয়ানিয়া জরুরি অবস্থা জারি করেছে। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকাল থেকে এটি কার্যকর হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

জরুরি অবস্থা জারির ডিক্রিতে স্বাক্ষর করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা। এতে সীমান্ত সুরক্ষাও বাড়ানো হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় কর্তৃপক্ষ যেকোনোও যানবাহন, ব্যক্তি ও লাগেজে তল্লাশি চালাতে পারবে।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে লিথুয়ানিয়ার। বাল্টিক সাগরে অবস্থিত রুশ ছিটমহল কালিনিগ্রাদের সঙ্গেও সীমান্ত রয়েছে দেশটি।