ইউক্রেনে রুশ অভিযান গণতন্ত্রের ওপর আঘাত: ট্রুডো

ইউক্রেনে রুশ হামলা গণতন্ত্র, আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং স্বাধীনতার ওপর হামলা বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হামলাকে জঘন্য, বেপরোয় এবং বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়ে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার প্রধানমন্ত্রী।

জাস্টিন ট্রুডো জানান, রাশিয়ার ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে ব্যাংক, আর্থিক অভিজাত এবং তাদের পরিবার রয়েছে। এছাড়া রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল- প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিচারমন্ত্রী নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

এছাড়া রাশিয়াকে সহায়তা দিয়ে ইউক্রেনকে অস্থিতিশীল করায় ভুমিকা রাখায় ইউক্রেনের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এসবের পাশাপাশি রাশিয়ায় সব ধরণের রফতানি অনুমোদন অবিলম্বে বাতিল করে দেওয়া হয়েছে।

জাস্টিন ট্রুডো জানান, ইউক্রেনে অবস্থানরত কানাডীয় এবং স্থায়ী আবাসিকতাপ্রাপ্তদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং মালদোভা স্থল সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানান ট্রুডো। তিনি জানান, আক্রান্ত কানাডীয়, স্থায়ী আবাসিকতাপ্রাপ্ত এবং তাদের পরিবারের সদস্যদের জন্য জরুরি ভিত্তিতে ভ্রমণ নথি ইস্যু করা হচ্ছে। এছাড়া যেসব ইউক্রেনীয় কানাডা যেতে ইচ্ছুক তাদের অভিবাসন আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।