কিয়েভের পথে পথে চলছে সংঘর্ষ

রুশ অভিযানের তৃতীয় দিনে তীব্র লড়াই চলছে কিয়েভের চারপাশে। এই সংঘাত শনিবার ভোরের দিকে ব্যাপক আকারে রূপ নিয়েছে। ইউক্রেনীয় বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সের উদ্ধৃতি দিয়ে কিয়েভের প্রশাসন জানিয়েছে, কিয়েভের পথে পথে সংঘর্ষ চলছে।

আমাদের শহরের রাস্তায় এই মুহূর্তে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের জানালা ও বারান্দায় না এসে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অভ্যন্তরে কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকেই শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে,শহরের চিড়িয়াখানার কাছে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং মেশিন গানের তীব্র গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে রুশ বাহিনী। তবে ফেসবুকে পোস্টে তা প্রতিহতের কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

সূত্র: বিবিসি