রুশ মিডিয়ার ইউটিউব চ্যানেল নিয়ে গুগলকে চিঠি রাশিয়ার

ইউক্রেনে রাশিয়ার বেশকিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল বন্ধ রাখার গুগলের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। ওই সিদ্ধান্ত থেকে সরে এসে ইউক্রেনের ভূখণ্ডে রুশ মিডিয়ার ইউটিউব চ্যানেলগুলো ফের চালুর দাবি জানিয়েছে মস্কো। বিষয়টি নিয়ে এরইমধ্যে গুগুলের কাছে চিঠি পাঠিয়েছে রাশিয়ার যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও সংবাদমাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চিঠিতে রাশিয়ার মিডিয়া আউটলেট আরবিসি, টিভি জাভেজদা এবং স্পুটনিকের রুশ ভাষার ইউটিউব চ্যানেলগুলোর ওপর আরোপিত যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক রুশ চ্যানেলের আয়ের পথ বন্ধ করে দেওয়ার কথা জানায় ইউটিউব। এছাড়া ‘সরকারি অনুরোধে’ ইউক্রেনে রাশিয়ার বেশ কিছু চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার কথা জানায় প্রতিষ্ঠানটি। এরপরই রবিবার এই চিঠি পাঠানোর কথা জানায় রোসকোমনাডজোর।

এর আগে রুশ মিডিয়াকে সেন্সর করার অভিযোগে ফেসবুকের অ্যাকসেস সীমিত করা হয়। শুক্রবার মস্কোর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।