রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও কিথ কেলগ বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন বলে জানিয়েছে তিনটি সূত্র। তবে রুশ প্রতিনিধি দলের কেউ এই আলোচনায় উপস্থিত থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
হোয়াইট হাউজ, মার্কিন পররাষ্ট্র দফতর, জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং উইটকফের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী মঙ্গলবার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না এলে জেলেনস্কিও এতে অংশ নেবেন না। তিনি বলেন, ‘শান্তি প্রক্রিয়ায় রাশিয়া সত্যিই আন্তরিক কি না, তা পুতিনের উপস্থিতিতেই বোঝা যাবে।’
ক্রেমলিন এখনও জানায়নি, পুতিন তুরস্ক যাবেন কি না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কেবল এতটুকু বলা হয়েছে, প্রেসিডেন্ট যখন প্রয়োজন মনে করবেন, তখনই আমরা তা জানাবো।
এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালের আগে মস্কোর পরিকল্পনা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসবে না বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ট্রাম্প সোমবার বলেছেন, প্রয়োজনে তিনি নিজেও আলোচনায় অংশ নিতে ইস্তাম্বুলে যাবেন। তিনি এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
সূত্র জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে।
সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপ আশা করছে, রাশিয়া অন্তত ৩০ দিনের জন্য স্থল, আকাশ, সমুদ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যুদ্ধবিরতিতে সম্মত হবে। ইউক্রেন এ ধরনের প্রস্তাবে সম্মত হয়েছে বলে দাবি তার।
তবে রাশিয়া এমন যুদ্ধবিরতিতে রাজি না হলে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইউরোপীয় এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, এ নিষেধাজ্ঞার লক্ষ্য হবে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা নিহত হয়েছে। যুদ্ধের ফলে ইউরোপজুড়ে জ্বালানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত এর কোনও সমাধান দৃশ্যমান নয়।
সূত্র: রয়টার্স