ইউক্রেন নিয়ে উপহাস করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমিরি জেলেনস্কি প্রশংসায় ভাসছেন তখন তাকে নিয়ে উপহাস করেছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেন, ইউক্রেনের জনগণ তাদের আশা ভরসা একজন কমেডিয়ানের হাতে তুলে দিয়েছে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে রবিবার সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার করে বিতর্কিত এই রাষ্ট্রপ্রধান বলেন, ব্রাজিল এই সংঘাতে ‘নিরপেক্ষ’ থাকবে। ব্রাজিল ও রাশিয়া ভাই ভাই সম্পর্ক। 

তিনি আরও বলেন, আমরা কারও পক্ষ নেবো না, নিরপেক্ষ অবস্থান ধরে রাখবো এবং সম্ভব হলে সহযোগিতা করবো। ইউক্রেনের অনেক মানুষ রুশ ভাষায় কথা বলেন। বলসোনারো দাবি করেন, তিন রবিবার পুতিনের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেছেন।

সূত্র: বিবিসি।