ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করছে বেলারুশ

ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করছে বেলারুশ। মঙ্গলবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে উদ্ধৃত দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা এখবর জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেন, এই সেনারা খুব ভালো প্রশিক্ষিত দ্রুত মোতায়েন দলের সদস্য। বেলারুশের বিরুদ্ধে যেকোনও উসকানি এবং সামরিক পদক্ষেপ ঠেকাতে এই দলটি প্রস্তুত।

প্রতিবেশী ইউক্রেনে রুশ আক্রমণে সমর্থন জানাচ্ছে বেলারুশ। কিয়েভ অভিযোগ করে আসছে, রুশ সেনারা বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। তবে মঙ্গলবার কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেন লুকাশেঙ্কো। তিনি দাবি করেছেন, ইউক্রেনে রুশ অভিযানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা বেলারুশের নেই।