বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

চলনমান সংকট নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বুধবার বেলারুশে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনার জন্য হেলিকপ্টারে করে রওনা হয়েছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া ফেসবুকে জানিয়েছেন, উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক শুরু হচ্ছে।

এদিকে রুশ প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কির বরাতে বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানায়, কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। তবে বেলারুশের কোথায় বৈঠক হতে যাচ্ছে তা উল্লেখ করা হয়নি।

গত সোমবার ইউক্রেন-বেলারুশের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা থেকেও কোনও সমাধানে পৌছাতে পারেনি মস্কো-কিয়েভ।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।