মিনস্কে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া-বেলারুশকে মার্কিন হুমকি

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মিনস্ক ও মস্কোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠক থেকে সতর্কবার্তা দেয় দেশটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য প্রতিবেশি মিত্র বেলারুশকে ব্যবহার করেছে মস্কো। এ অবস্থায় বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করতে দুই দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলো যুক্তরাষ্ট্র।

মার্কিন দূত অ্যাড ফ্রান্সেস ম্যাকেরনান সম্মেলনে বলেন, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মোতায়েন হবে বিপজ্জনক এবং উসকানিমূলক। এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। আমরা বেলারুশকে রাশিয়ার পারমাণবিক হুমকি ও ভয় দেখানোর নীতি প্রত্যাখানের আহ্বান জানাচ্ছি।

এর আগে মস্কোর বিরুদ্ধে 'সব মূল নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন'-এর অভিযাগ আনে কিয়েভ। সম্প্রতি পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছে বেলারুশের জনগণ। গণভোটে বেলারুশের জনগণের রায়কে ‘খুব বিপজ্জনক’ আখ্যা দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি, বেলারুশের পরমাণু শক্তির পক্ষে রায় দেওয়ার অর্থ আমরা জানি। এর অর্থ হচ্ছে, রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র রাখবে। আর তা খুবই বিপজ্জনক পথ।

বেলারুশ থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের  প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউক্রেনে হামলার জন্য বেলারুশকে মঞ্চ হিসেবে ব্যববহার করছে মস্কো।

সূত্র: রয়টার্স।