X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ১৬:১৬আপডেট : ০৪ মে ২০২৪, ১৬:১৬

ক্রিমিয়া উপদ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের নির্মিত চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার (৪ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস (এটিএসিএমএস) নামে পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র এই ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত জানায়নি।

এর আগে মঙ্গলবার রাশিয়ার কর্মকর্তারা বলেছিলেন যে, ক্রিমিয়াতে এটিএসিএমএস দিয়ে হামলা করেছে ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার চেষ্টা হিসেবে এই হামলা করেছে কিয়েভের সেনারা। কিন্তু ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

গত মাসে ওয়াশিংটনে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটার দূরবর্তী নিশানায় আঘাতে সক্ষম। ওই মার্কিন কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন প্রথমবার ১৭ এপ্রিল এগুলো ব্যবহার করেছিল। ওই সময় রণক্ষেত্র থেকে ১৬৫ কিলোমিটার দূরে ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা করে ইউক্রেন।

ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরুতে রাজি ছিল না ওয়াশিংটন। তাদের আশঙ্কা ছিল, ইউক্রেনে এগুলো পাঠানো হলে যুক্তরাষ্ট্রের মজুদে টান পড়বে, এতে মার্কিন সেনাবাহিনীর সদা প্রস্তুত থাকার উদ্যোগ ব্যাহত হবে।

এছাড়া এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারে বলে উদ্বেগ ছিল। এমন কিছু ঘটলে তা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা ছিল।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’