মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত ইউক্রেন ও রাশিয়া

বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় এ বিষয়ে ঐকমত্য হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের এখনও সেই ফলাফল পায়নি, যেটি তার প্রয়োজন। শুধু মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।’

রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি-ও করিডোর নিয়ে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনাকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে বর্ণনা করে উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির কথাও বলেছেন তিনি।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য যেকোনোভাবে অর্জন করবে তার দেশ। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য হলো দেশটিকে নিরস্ত্রীকরণ করা এবং জোটনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে বিলম্ব তৈরি করা হলে সেটি কেবল রাশিয়ার তালিকায় আরও দাবি যুক্ত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট।