রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্প্যানিশ গ্রেফতার: পোল্যান্ড

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্পেনের এক নাগরিককে গ্রেফতার করেছে পোল্যান্ড। শুক্রবার পোল্যান্ডের ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি (এবিডব্লিউ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এবিডব্লিউ-এর বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ)-এর একজন এজেন্ট। পোল্যান্ড-ইউক্রেনে সীমান্তের প্রেজমিসিল এলাকায় ২৭ ফেব্রুয়ারি রাতে আটক করা হয়েছে।

সংস্থাটি জানায়, ওই ব্যক্তি রাশিয়ার উপকার হয় এমন কর্মকাণ্ডে জড়িত এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ইউরোপ ও অন্যান্য স্থানে ভ্রমণ করেছে।

বিবৃতিতে বলা হয়, আটকের আগে ওই ব্যক্তি নিজের কর্মকাণ্ড অব্যাহত রাখতে ইউক্রেন যাওয়ার পরিকল্পনা করছিল।

সংস্থাটি আরও জানায়, প্রাথমিক তিন মাস কাস্টডিতে থাকতে হবে ওই ব্যক্তিকে। দোষী প্রমাণিত হলে তার দশ বছর কারাভোগ করতে হবে।