আইএমএফ-এ রুশ অধিকার খর্ব করতে পারে ইইউ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) রাশিয়ার প্রভাব এবং মস্কোর এই তহবিল পাওয়ার সুযোগ কমানোর উপায় খতিয়ে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। ইউক্রেনে রুশ অভিযানের জেরে এই পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ছয় কর্মকর্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। আর এতে রাশিয়ার অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার ওপর চাপ তৈরি হবে। এছাড়াও এই পদক্ষেপের একটি প্রতীকি গুরুত্ব রয়েছে, যাতে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে তার মধ্যে একটি হলো ঋণদাতা হিসেবে কাজ করা আইএমএফ থেকে মস্কোকে পুরোপুরি বাদ দেওয়া। তবে কর্মকর্তারা বলছেন, এটা করা অসম্ভব না হলেও খুবই কঠিন হবে।

ইউরো জোনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আলোচনা চলছে, কিন্তু রাশিয়াকে পুরোপুরি বাদ দেওয়া বাস্তবসম্মত হবে না কারণ কোরামের প্রয়োজনীয়তা রয়েছে।’ রাশিয়াকে বাদ দিতে হলে চীনসহ আরও কয়েকটি দেশের সমর্থনের দরকার পড়বে বলে ইঙ্গিত দেন তিনি।

আরও যেসব বিকল্প আলোচনায় রয়েছে তার মধ্যে আছে রাশিয়ার ভোটাধিকার কেড়ে নেওয়া এবং আইএমএফ এর বিশেষ মুদ্রায় রাশিয়ার কোনও অধিকার না রাখা।

তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি আইএমএফ মুখপাত্র।

ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে পশ্চিমা দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এটাই ইউরোপীয় কোনও দেশে এটাই সবচেয়ে বড় অভিযান। মস্কো এই হামলাকে ‘বিশেষ অভিযান’ আখ্যা দিয়েছে।

এবার আইএমএফ-এ রাশিয়ার অধিকার খর্ব হলে সেটি হবে মস্কোর ওপর আরেক দফার নিষেধাজ্ঞা। ইতোমধ্যেই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং যুক্তরাষ্ট্র।